আসসালামু আলাইকুম।
আমার এই পোস্ট-এ আপনাকে স্বাগতম! আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না।
তো কেমন আছেন সবাই?
আশা করছি সবাই অনেক ভালোই আছেন।
আজকের পোস্ট -টি যেহেতু 'Online Earning ' সম্পর্কিত তাই প্রথমেই আমি আমার পেমেন্ট প্রুফ দিয়ে দিলাম!
এই সাইট থেকে আমি তিনবার পেমেন্ট পেয়েছি যা আপনারা আমার উইথড্রল হিস্টোরি দেখলে বুঝতে পারবেন।
পেমেন্ট প্রুফ তো দেখলেন, চলুন এবার ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত জানা যাক।
আজকে আমি আপনাদের সাথে যে ওয়েবসাইটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটি 'বিটকয়েন বা সাতোশি' আর্নিং সাইট।
ওয়েবসাইটটির নাম হচ্ছে AdBTC. নিঃসন্দেহে 'Online Earning'এর এটা সবচেয়ে সেরা একটি ওয়েবসাইট।
ওয়েবসাইটে কি কাজ করতে হবে?
এই সাইটে কাজ হচ্ছে আপনাকে ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং এর বিনিময়ে আপনাকে তারা Satoshi (সাতোশি) দেবে!
ওয়েবসাইট ভিজিট বলতে আপনাকে একটা লিংকে ক্লিক করতে বলা হবে, নিচের ছবির মতো।
এবং আপনি সেখানে ক্লিক করলে একটা নতুন ট্যাবে লিংকটি বা ওয়েবসাইট টি ওপেন হবে।
তারপর ট্যাব অপশনে ক্লিক করলে দেখবেন সেখানে নিচের মতো সেকেন্ড গণনা হচ্ছে !
সেকেন্ড যতক্ষণ 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ট্যাবটি খুলে রাখতে হবে! ট্যাব কেটে দেওয়া যাবে না।
তারপর সেকেন্ড 0 বা শূন্য হয়ে গেলেই আপনি নিচের ছবির মতো লেখা দেখতে পারবেন!
উপরের ছবির মতো লেখা আসলেই দ্বিতীয় ট্যাবটি কেটে প্রথম ট্যাবে ক্লিক করবেন এবং দেখবেন আপনার অ্যাকাউন্টে সাতোশি যোগ হয়ে গেছে!
কাজ করার সময় আপনাকে মাঝে মধ্যে ক্যাপচা পূরণ করা লাগবে! সহজ ক্যাপচা যেমনঃ Nine + 2 =? এরকম সহজ গাণিতিক ক্যাপচা আসবে! এগুলো আপনারা সহজেই পারবেন।
ওয়েবসাইটে কাজের ধরণ -
ওয়েবসাইটের 'Earning' সেকশনে আপনি ছয় ধরণের কাজ দেখতে পাবেন।
1. Surf Ads - এটাই আয়ের প্রধান অপশন। এখানে আপনি শুধুমাত্র ওয়েবসাইট ভিজিটের বিনিময়ে সাতোশি পাবেন!
এইখানে আপনাকে সর্বোচ্চ 30 সেকেন্ড এবং সর্বনিম্ন 13 সেকেন্ড পর্যন্ত একটি ওয়েবপেজে থাকতে হবে বা ট্যাব খোলা রাখতে হবে! এর বিনিময়ে সর্বনিম্ন 2.1 থেকে 30 সাতোশি পর্যন্ত পাবেন একটি ওয়েবসাইট ভিজিট'এর জন্য ।
2. Surf ads p (Ruble) - এখানে ক্লিক করলেও আপনি ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে আয় করতে পারবেন কিন্তু পার্থক্য শুধু আপনাকে সাতোশির বদলে রুবল বা রাশিয়ান টাকা দেওয়া হবে। (আমার পরামর্শ থাকবে আপনারা প্রথম অপশন থেকেই কাজ করুন)
3. Video ads - এই অপশনে আপনারা ভিডিও দেখে আয় করতে পারবেন। তবে এর বিনিময়েও আপনাকে রুবল দেওয়া হবে!
4. Active window surfing - এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন হবে এবং ওপরে দেখবেন 5 সেকেন্ডের মতো সময় আপনাকে অপেক্ষা করতে হবে তারপর ঐখানে আপনাকে একই রকম ইমেজ দুইটা থাকবে তার একটায় ক্লিক করতে হবে! ব্যাস 4.5 বা 4.5 সাতোসি পেয়ে যাবেন।
5. Autosurfing - এখানে ক্লিক করলে আপনাদের কিছুই করতে হবে না! শুধু ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন দেখবেন 2.1 বা 2.5 সাতোশি পেয়ে যাবেন। (উল্লেখ্য যে এখানে আপনারা বেশি ওয়েবসাইট পাবেন না)
6. Shortlinks - এখানে ক্লিক করলে আপনারা কিছু শর্টলিংক পাবেন! সেই লিংকে ক্লিক করে বিজ্ঞাপন বা রিডাইরেক্ট বাইপাস করে ডেসটিনেশন পেজে গেলেই 0.13 রুবল পেয়ে যাবেন!
ওয়েব সাইটটি থেকে দৈনিক বা মাসিক কি পরিমাণ সাতোশি আয় হতে পারে?
আসলে আপনার আয় মূলত নির্ভর করবে আপনি ওয়েবসাইটে কত পরিমাণ সময় দিচ্ছেন তার উপর। তবুও নতুন হিসেবে আপনি প্রত্যেকদিন 80 থেকে 100 সাতোশি আয় করতে পারবেন।
তাহলে মাসে আপনি 2400 বা 3000 সাতোশি আয় করতে পারবেন।
আপনি ওয়েবসাইটে কতটুকু সময় দিচ্ছেন তার উপর নির্ভর করে একটা রেটিং দেওয়া হবে। যার যত বেশি রেটিং সে ততো বেশি আয় করতে পারবে।
বিটকয়েনের বর্তমান মূল্য কত?
1 Bitcoin = 43.412.70 usd
3000 Satoshi = 1.30 usd বা 110.74 বাংলাদেশি টাকা
তবে আগামী বছরের শুরুর দিকে বিটকয়েনের দাম দ্বিগুণ হয়ে যেতে পারে এমন শিরোনামে একটি প্রতিবেদন দেখা যায় প্রথম আলো পত্রিকায়।
তাই আমি বলবো আপনারা এখানে কাজ করুন এবং আয়কৃত বিটকয়েন জমিয়ে রাখুন! তারপর যদি সত্যি এর দাম বেড়ে দিগুণ হয়ে যায় তাহলে আপনারই লাভ!
বর্তমান সময়ে AdBTC ই একমাত্র ওয়েবসাইট যা প্রতি ওয়েবসাইট ভিজিটে সর্বোচ্চ পরিমাণ সাতোশি দিয়ে থাকে! এরকম আরও ওয়েবসাইট আছে কিন্তু সেগুলো আপনাকে 30 বা 40 সেকেন্ড ওয়েবসাইট ভিজিটে সর্বোচ্চ 6 সাতোশি দিয়ে থাকে বা তারও কম!
কিন্তু AdBTC 30 সেকেন্ডের ওয়েবসাইট ভিজিটে সর্বনিম্ন 12 থেকে 30 সাতোশি পর্যন্ত দিয়ে থাকে। মিনিমাম 3 সাতোশি।
এদের মতো সাতোশি অন্য কোন সাইট আপনাকে দেবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি।
AdBtc কি লেজিট নাকি স্ক্যাম?
আমি বলবো পুরো নির্ভরযোগ্য একটা আর্নিং সাইট। আপনারা নির্ভয়ে কাজ করতে পারেন।
তাছাড়া আপনারা চাইলে গুগলে এর রিভিউ দেখতে পারেন!
মিনিমাম উইথড্রল কত? উইথড্র মেথড কি কি?
আপনার আয় করা সাতোশির পরিমাণ যখন 1000 হবে তখন আপনি চাইলে FaucetPay বা ExpressCrypto এর মাধ্যমে আপনার আয়কৃত বিটকয়েন বা সাতোশি উইথড্র দিতে পারবেন!
উইথড্র দেওয়ার সর্বোচ্চ তিন দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে সাতোশি চলে যাবে! অবশ্য তিন দিনের আগেই পেয়ে যাবেন।
কাদের জন্য সাইটটি উপকারি?
আসলে যে কেউই চাইলে এখানে কাজ করতে পারে। তবে যারা কিনা বেশিরভাগ সময়ই অনলাইনে কাটান এবং যারা চান অনলাইন থেকে কিছু আর্ন করতে এবং ভালো কোন ওয়েবসাইট পাচ্ছেন না অথবা অনলাইন ইনকামে একেবারেই নতুন তাহলে আমি বলবো আপনারা এই সাইটে কাজ করা শুরু করে দিন। এখান থেকে আপনারা নিশ্চিত পেমেন্ট পাবেন।
যদি কেউ এতটুকু পর্যন্ত পড়ে থাকেন এবং অ্যাকাউন্ট খুলতে আগ্রহী হন তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারেন।
ওয়েবসাইট লিংক -
লগইন করতে উপরের লিংকে ক্লিক করুন। আপনি চাইলে আমার রেফারে জয়েন হতে পারেন আবার সরাসরি ও জয়েন হতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা।
লিংকে গিয়ে আপনার ইমেইল এবং কমপক্ষে 8 সংখ্যার পাসওয়ার্ড ও ক্যাপচা পূরণ করে 'Sign Up' এ ক্লিক করুন!
তারপর আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন মেইল আসবে। মেইলে আসা লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিন।
ভেরিফাই করা হয়ে গেলে ব্রাউজারে এসে ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সদ্য খোলা অ্যাকাউন্টটি লগইন করে ফেলুন।
সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো 'Uc Turbo Browser' ব্যবহার করতে! কাজ করে অনেক মজা পাবেন তাহলে।
লগইন করার পর বাম সাইডে উপরে মেনু অপশনে ক্লিক করলে আপনি নিচের ছবির মতো আর্নিং অপশনগুলো দেখতে পারবেন।
কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন?
আরেকটু খেয়াল করলে দেখবেন ওখানে 'Withdraw' অপশন পেয়ে যাবেন!
Withdraw- তে ক্লিক করে আপনার FaucetPay বা ExpressCrypto অ্যাকাউন্ট যোগ করে নিবেন!
অ্যাকাউন্ট যোগ করা একদমই সোজা, আপনারা দেখলেই বুঝতে পারবেন।
আর যদি কারো FaucetPay বা ExpressCrypto অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা নিচের লিংকে গিয়ে যে কোন একটা অ্যাকাউন্ট খুলে নিন! (আমি বলবো ExpressCrypto- তে অ্যাকাউন্ট খুলতে)
এখানে অ্যাকাউন্ট খোলা একদম সহজ! আপনারা সহজেই অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন আশা করি।
তবে আপনারা চাইলে এগুলো পরেও খুলতে পারেন! আগে আর্নিংটা শুরু করুন। তারপর না হয় এগুলো অ্যাড করে নিবেন।
তবুও যদি অ্যাকাউন্ট খোলা বা অন্য কোন সমস্যা হয় তাহলে আমাকে ফেসবুকে জানাতে পারেন! সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আসসালামুআলাইকুম!
আল্লাহ হাফেজ।
Rate This Article
Thanks for reading: Earn Money Online [সবচেয়ে জনপ্রিয় একটি সাইট থেকে সহজে বিটকয়েন আয় করুন, Stay tune to get latest Technology Tips And Tricks.