আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন।
আজকে আপনাদের দেখাবো কিভাবে Skillshare - এ দুই মাসের ট্রায়াল নিবেন। সাধারণত Skillshare - সাত দিনের জন্য ট্রায়াল দিয়ে থাকে। তবে আমরা কুপন কোড ব্যবহার করে সেটাকে দুই মাস এ কনভার্ট করবো। তবে তার আগে Skillshare - কি সে সম্পর্কে একটু আলোচনা করা যাক।
Skillshare কি?
Skillshare - হচ্ছে অনলাইন লার্নিং প্লাটফর্ম অর্থাৎ এখানে আপনি অনলাইনে তাদের প্লাটফর্ম থেকে অনেক কিছু যেমন গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডিজাইন, ইলাস্ট্রেটর ইত্যাদি আরও অনেক কিছু শিখতে পারবেন। এখানে অসংখ্য বিষয়ের কোর্স পেয়ে যাবেন যার দ্বারা আপনি চাইলে নতুন নতুন অনেক স্কিল শিখতে পারবেন। তবে তাদের সমস্ত কোর্সগুলি আনলক করতে হলে আপনাকে প্রিমিয়াম সাবসক্রিপশন কিনতে হবে।
Skillshare - নতুন ইউজারদের জন্য সাত দিনের ট্রায়াল সার্ভিস দিয়ে থাকে। অর্থাৎ এই সাত দিন আপনি সমস্ত কোর্স এর অ্যাক্সেস পেয়ে যাবেন। তবে আজকে আমি দেখাবো কিভাবে দুই মাসের ট্রায়াল নিতে হয়। চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাকঃ
কিভাবে Skillshare 2Month - ট্রায়াল নিবেন?
প্রথমে একটি ভালো VPN - ওপেন করে USA সার্ভার'এ কানেক্ট করে নিন।
তারপর নতুন/ফ্রেশ একটি ব্রাউজার ওপেন করে skillshare.com - ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর উপরে ডানপাশে থাকা Sign Up - বাটনে ক্লিক করুন।
তারপর নিচের ছবির মতো আপনার নাম এবং ইমেইল বসিয়ে Continue - বাটনে ক্লিক করুন।
এখন পাসওয়ার্ড ফিল্ড'এ আপনার পাসওয়ার্ড বসান। পাসওয়ার্ড'এ অবশ্যই ৮ টি ক্যারেক্টারস থাকতে হবে। একটি বড় হাতের লেটার, একটি ছোট হাতের লেটার, একটি সংখ্যা এবং একটি স্পেশাল ক্যারেক্টার বা সিম্বল অবশ্যই থাকতে হবে। [ Ex: @Tusharpy4Evr ] তারপর ক্যাপচা'টা পুরণ করে Continue - বাটনে ক্লিক করুন।
এখন আপনার ইমেইল ইনবক্সে Skillshare - থেকে ভেরিফিকেশন লিংক'সহ একটি ইমেইল পাবেন। ইমেইল ওপেন করে Confirm my account - বাটনে লং প্রেস করুন। তারপর Copy URL - এ ক্লিক করে লিংকটি কপি করে নিন। এখন ব্রাউজার'এ একটি নতুন ট্যাব খুলে লিংকটি পেস্ট করে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিন।
তারপর আবার ব্রাউজার'এর প্রথম ট্যাব'এ মানে Skillshare - ওয়েবসাইটে ফেরত আসুন।
পেমেন্ট পেজ'এর নিচের দিকে দেখুন GIFT CARD OR DISCOUNT CODE - এর ফিল্ড আছে! ফিল্ড'এ আমার দেওয়া নিচের কুপন কোড'টি বসিয়ে Apply - বাটনে ক্লিক করুন।
Coupon Code : BETHEREINFIVE
অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে দেখবেন ট্রায়াল এর মেয়াদ সাত দিন থেকে দুই মাস হয়ে যাবে। এখন শুধু কার্ড অ্যাড করে ট্রায়াল স্টার্ট করতে হবে। এর জন্য নিচের BIN - টা ব্যবহার করুন।
BIN : 546316660501xxxx
DATE : 06 | 2027
কার্ড অ্যাড করার জন্য ব্রাউজারে আরেকটি নতুন ট্যাব নিন এবং namso-gen.com - ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর BIN - ফিল্ড'এ আমার দেওয়া বিন'টি কপি/পেস্ট করুন। তারপর Date - ফিল্ড'এর Month এবং Year - বক্স'এ বিন এর সাথে দেওয়া Date - এর মাস এবং বছর বসিয়ে Generate - বাটনে ক্লিক করে দিন। নিচের স্ক্রিনশট'টি লক্ষ্য করুন।
জেনারেট বাটনে ক্লিক করলে Result - ফিল্ড'এ নিচের মতো দশটি কার্ড জেনারেট হবে। এগুলোর মধ্যে যেকোনো একটি কপি করে নিন এবং Skillshare এর পেমেন্ট পেজ'এ কপি/পেস্ট করুন। ZIP - কোড দিন 10080
সব বসানো হয়ে গেলে নিচে থাকা Start my 2months free - বাটনে ক্লিক করুন।
নিচের স্ক্রিনশট লক্ষ্য করুন!
তারপর নিচের ছবির মতো আসলে বুঝবেন আপনার দুই মাসের ট্রায়াল চালু হয়েছে। এখান থেকে আপনার পছন্দমতো অপশনগুলি সিলেক্ট করে Let's Get Started - বাটনে ক্লিক করে দিলেই আপনার কাজ শেষ!
আর যদি কার্ড অ্যাড করার সময় কোনো এরর আসে তাহলে Namso-gen - থেকে অন্য আরেকটি কার্ড কপি/পেস্ট করবেন ঠিক প্রথম বারের মতো।
আজকে এ পর্যন্তই। ভুল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পোস্ট'টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আপনার বন্ধু'দের সাথে শেয়ার করবেন। লেখার কোথাও বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন, সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
Join Our Telegram :
Premium Resources
Rate This Article
Thanks for reading: [Binning] কিভাবে Skillshare 2Month - ট্রায়াল নিবেন? স্টেপ-বাই-স্টেপ মেথডসহ বিস্তারিত থাকছে আজকের লেখায়!, Stay tune to get latest Technology Tips And Tricks.